• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo
লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩০
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের ভয়াবহ হামলায় ৩০ জন নিহত হয়েছেন। শহরটির দক্ষিণাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলা চালায়। এছাড়া পূর্বাঞ্চলীয় বালবেক ও বেকা এলাকায় ইসরায়েলি হামলায় আরও ৪০ জন নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। লেবাননের সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, বৈরুতের দক্ষিণে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩০ জনের লাশ জরুরি কর্মীরা উদ্ধার করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় হওয়া এই আক্রমণে চারতলা বিল্ডিংয়ের একপাশ ধ্বংস হয়ে যায়। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্তর্গত “সন্ত্রাসী অবকাঠামোতে” আক্রমণ করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার পূর্বাঞ্চলীয় বালবেক ও বেকা গভর্নরেটের আশপাশে ইসরায়েলি হামলায় আরও ৪০ জন নিহত হয়েছেন। লেবাননের সংস্কৃতিমন্ত্রী আরও বলেছেন, ইসরায়েলি হামলায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বালবেক শহরের রোমান ধ্বংসাবশেষের আশপাশে অটোমান যুগের একটি ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছেন, বালবেক এলাকায় তারা যে হামলা চালিয়েছে তাতে হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়েছে। বালবেক-হারমেল প্রদেশের গভর্নর বাচির খোদর তার এক্স অ্যাকাউন্টে বলেছেন, ইসরায়েলি যুদ্ধবিমান বুধবার বালবেকে ২০টি বিমান হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ জানিয়েছে, হামলায় ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে বেঁচে যাওয়া ব্যক্তিদের সন্ধানের চেষ্টা এখনও চলছে। মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩ হাজার ৫০ জন নিহত এবং প্রায় ১৪ হাজার মানুষ আহত হয়েছেন। গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এবং লেবানিজ গোষ্ঠীর মধ্যে বছরব্যাপী আন্তঃসীমান্ত যুদ্ধের কারণে হিজবুল্লাহর লক্ষ্যবস্তু বলে দাবি করার বিরুদ্ধে ইসরায়েল সেপ্টেম্বরের শেষ থেকে লেবাননে ব্যাপক বিমান অভিযান শুরু করে। জবাবে হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। গত সপ্তাহে লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি। এছাড়া লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধাদের ছোড়া রকেটের আঘাতে উত্তর ইসরায়েলের কিবুটজের কাছে এক ইসরায়েলি নিহত হয়েছেন বলে প্যারামেডিকরা জানিয়েছেন। আরটিভি/এফআই
০৭ নভেম্বর ২০২৪, ০৮:৫৭

স্বাস্থ্য খাত ভেঙে পুনরায় ঢেলে সাজাতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা  
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো উচিত উল্লেখ করে বলেছেন, নানান সমস্যায় জর্জরিত ছিল এই মন্ত্রণালয়। আজকে ডেঙ্গু মোকাবিলায় কাজ করতে পারলে আমাদের হাসপাতালে আসতে হতো না। আমরা সেটা প্রতিরোধ করতে পারিনি। স্বাস্থ্য খাত এখন এমন পর্যায়ে এসেছে যে এখন সংস্কার প্রায় অসম্ভব। এটাকে ভেঙে পুনরায় ঢেলে সাজাতে হবে।  শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে ড্রিমার্স কনসালটেশন এন্ড রিসার্চ আয়োজিত ‘দুইশতম মেডিকেল ক্যাম্প উদ্‌যাপন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, সরকার একা সব কাজ করতে পারে না। দেশের বিভিন্ন প্রান্তে অনেক সংগঠন ভালোভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা তাদের সঙ্গে সমন্বয় করতে পারছি না। যে যেভাবে যোগ্য তাকে সেভাবেই অভিনন্দন জানানো উচিত। ভালো কাজের সম্মান দিলে এই জেনারেশন সেটা থেকে শিখবে। দেশের নানা প্রান্তে অনেক হিরো আছে যাদেরকে আমরা যথাযোগ্য সম্মান দিতে পারি না। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরে প্রক্রিয়াধীন থাকা স্বাস্থ্য সুরক্ষা আইনের কাজ শেষ পর্যায়ে এবং আগামী সপ্তাহেই তা মন্ত্রিপরিষদে পাঠানো হবে। আমাদের আগেই উচিত ছিল দরিদ্র মানুষকে হেলথ কার্ড প্রদান করা কিন্তু সেটা করা হয়নি। দেশের স্বাস্থ্য সুরক্ষা আইন ২০১৪ সাল থেকে শুরু হয়েও এখনো শেষ হয়নি। আমি এই পদে আসীন হওয়ার পরে আমাকে সময় দেওয়া হলো মাত্র ৮ দিন। আমি বললাম আমি এটা জানি না, আমাকে আগে জানতে হবে তারপর সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকে ২ মাস পেরিয়েছে, আমরা আগামী সপ্তাহের মধ্যে এটা ক্যাবিনেটে দিতে পারবো বলে আশাবাদী।  আন্দোলনের আহতদের চিকিৎসা সেবা প্রসঙ্গে তিনি বলেন, আহতদের চিকিৎসা সহজ করতে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। দেশের ডাক্তারদের পাশাপাশি আমরা ফ্রান্স, চীন থেকে ডাক্তার এনেছি। তারপর নেপাল থেকে চক্ষু চিকিৎসক এনে চিকিৎসা করিয়েছি। তবুও অনেক রোগীর চোখ আমরা ভালো করতে পারিনি।  পা হারানোদের ব্যাপারে আমরা যুক্তরাজ্য, চীন ও ফ্রান্সের ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করেছি। এমন একজনকে আমরা ব্যাংককে পাঠিয়েছি, যার চিকিৎসা ব্যয় প্রায় ২ কোটি টাকা। একজন সিএমএইচ এ আছেন, একজন বার্ন ইউনিটে আছেন যাকে অস্ট্রেলিয়া পাঠাতে ৪ কোটি টাকা খরচ হবে। এরকম অনেককে আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলে তাদের বিদেশে পাঠানোর চেষ্টা করছি।  সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যা শুধু অ্যাকাডেমিক দিকে নয় বরং একটি সমাজ এ দেশ গঠন করেছে। যখন দেশের মানুষ হতাশ হয়েছে বা বাধাগ্রস্ত হয়েছে সেখানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে এসেছে। অসম্ভবকে সম্ভব করেছেন। তারই উদাহরণ। এই জুলাই বিপ্লবকে সফল করতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে।  অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোরশেদ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, আব্দুল কাদের, মাহিন সরকার, স্বাস্থ্য কমিটির আহ্বায়ক নাহিদা বুশরা, সদস্য সচিব তারেক রেজা প্রমুখ।  আরটিভি/এমএ  
১৮ অক্টোবর ২০২৪, ১৯:৩৫

স্বাস্থ্যের নতুন মহাপরিচালক অধ্যাপক আবু জাফর
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন পেডিয়াট্রিক সার্জন অধ্যাপক ডা. মো. আবু জাফর। মঙ্গলবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। এ ছাড়া সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিনকে পরবর্তী উপযুক্ত পদে পদায়নের জন্য পার-১ শাখায় ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। আরটিভি/একে/এসএ
১৫ অক্টোবর ২০২৪, ১৭:৫৭

স্বাস্থ্য অধিদপ্তরকে জরুরি চিকিৎসা সামগ্রী প্রদান রেড ক্রিসেন্টের
ডেঙ্গু, কলেরা এবং কোভিড-১৯ সহ বিভিন্ন সংক্রামক রোগ মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরকে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। জাপান সরকার এবং এশিয়া-ইউরোপ ফাউন্ডেশনের (এএসইএফ) অর্থায়নে বিডিআরসিএস এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) যৌথ পরিচালনায় স্টকপাইল বা মজুত সংগ্রহ প্রকল্পের আওতায় সারাদেশের হাসপাতালগুলোতে গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রী সরবরাহের মাধ্যমে স্বাস্থ্যসেবায় জরুরি অবস্থা ও ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবিলার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিডিআরসিএস’র জাতীয় সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এর কাছে চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, বিডিআরসিএসের মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম এনডিসি, আইএফআরসি’র এশিয়া প্যাসিফিক আঞ্চলিক পরিচালক আলেকজান্ডার ম্যাথিউ। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, সাম্প্রতিক বন্যা বাংলাদেশের মানুষের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। আমি আশা করি, এই প্রকল্প বাংলাদেশ সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তরকে দুর্যোগ ও সংক্রামক রোগ মোকাবিলার প্রস্তুতি গ্রহণে সহায়তা অব্যাহত রাখবে। জাপান এই পরিস্থিতির উন্নয়নে এবং বাংলাদেশিদের স্বাস্থ্য ও কল্যাণে সহায়তা অব্যাহত রাখবে, যা ১৯৭০ সালের পর থেকে চলমান রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বাংলাদেশের স্বাস্থ্যসেবায় বিডিআরসিএ‘র গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়ে বলেন, চলতি বছরের শুরুতে বিডিআরসিএস ভিটিএম সহ ৭,৫০০ কোভিড-১৯ আরটি-পিসিআর কিট এবং ১০ হাজার র‌্যাপিড অ্যান্টিজেন কিট সরবরাহ করেছে, যা আমাদের করোনা শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়াও সাম্প্রতিক দক্ষিণ-পূর্বাঞ্চলের আকস্মিক বন্যায় বিডিআরসিএস স্বাস্থ্য অধিদপ্তরের অনুরোধে দ্রুত সাড়া প্রদান করে ৫০ হাজার বোতল কলেরা স্যালাইন সরবরাহ করে, যার মধ্যে ২০ হাজার বোতল ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লাসহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে আমরা পাঠাতে সক্ষম হয়েছি। সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম বলেন, মজুদ সংগ্রহ প্রকল্পের আওতায় ইতোমধ্যে সারাদেশের হাসপাতালগুলোতে ১ লাখ বোতল কলেরা স্যালাইন, ডেঙ্গুর জন্য ৬০ হাজার কম্বো টেস্টিং কিট এবং স্যালাইন সলিউশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে। বর্তমান স্বাস্থ্যসেবায় জরুরি অবস্থা ও ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবিলায় এই কার্যক্রম অত্যাবশ্যক। বাংলাদেশে আইএফআরসি’র হেড অব ডেলিগেশন আলবার্তো বোকানেগ্রা স্টকপাইল প্রজেক্টের বৃহত্তর উদ্দেশ্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, হাসপাতালগুলোতে মেডিকেল ডিভাইস ও ব্যবহার্য সামগ্রী দিয়ে সুসজ্জিত করার মাধ্যমে তাৎক্ষণিক স্বাস্থ্য চাহিদার পূরণ এবং দীর্ঘমেয়াদী প্রস্তুতি উভয়ই মোকাবিলার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে, আইএফআরসি বিভিন্ন জনস্বাস্থ্য জরুরি অবস্থা পরিচালনা এবং সামগ্রিক স্বাস্থ্য স্থিতিস্থাপকতা জোরদার করার জন্য দেশের ক্ষমতা জোরদার করার লক্ষ্যে কাজ করে। আরটিভি/এসএ/ডিসিএনই
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩০

সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ে সাপের কামড়ে সীমান্ত নাথ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সীমান্ত জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) নিহতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। সীমান্ত উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের কান্তি নাথের ছেলে। সীমান্তের চাচাতো ভাই সৌরভ চন্দ্র জানান, সাপ কামড়ানোর পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা না দিয়ে বাইরে অপেক্ষা করতে বলেন। এর কিছুক্ষণ পর চিকিৎসক বিষধর সাপ না সাধারণ সাপে কামড়েছে তা জিজ্ঞেস করে। এ বিষয় আমরা কিছু জানি না বললে চিকিৎসক সীমান্তকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। সন্ধ্যা সাড়ে ৭টায় চমেক হাসপাতালে পৌঁছলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন জানান, সাপের কাপড়ের রোগী হাসপাতালে আনার পর প্রথমে তাকে বিষধর সাপ কামড়েছে না কি সাধারণ সাপ কামড় দিয়েছে তা পর্যবেক্ষণ করি। এরপর অ্যান্টিভেনম দেওয়ার পর রোগীর অবস্থা সংকটাপন্ন হলে আমরা রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করি। পরবর্তী সময়ে শুনেছি, সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে চমেক নেওয়ার পথেই তার মৃত্যু হয়। আরটিভি/এফআই
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪১

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ ফাহিমকে থাইল্যান্ডে পাঠাল সরকার
ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ ফাহিম হাসানের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সরকারি খরচে থাইল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে ফাহিমসহ তার বাবা-মায়ের খাবার, বাসস্থান, অভ্যন্তরীণ যাতায়াত ও চিকিৎসা বাবদ বৈষম্যবিরোধী কল্যাণ তহবিল থেকে এককালীন ৮ লাখ টাকা দেওয়া হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ফাহিম হাসানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে তার বাবা-মাসহ তাকে সরকারি খরচে থাইল্যান্ডের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এমনকি তাদের খাবার, বাসস্থান, অভ্যন্তরীণ যাতায়াত ও চিকিৎসা বাবদ বৈষম্যবিরোধী কল্যাণ তহবিল থেকে এককালীন ৮ লাখ টাকা দেওয়া হয়েছে। গুলিবিদ্ধ শিক্ষার্থী ফাহিম ও তার পরিবারের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী বিমান ভাড়া মওকুফের পাশাপাশি যাতায়াতের সুবিধার্থে রিটার্ন টিকিটসহ ৭টি বিমান টিকিট দিয়ে সহায়তা করেছেন। বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও ২ শিক্ষার্থীকে (মো. আবু বকর ছিদ্দিক ও খোকন চন্দ্র বর্মন) উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশে প্রেরণের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়াও দেশে চিকিৎসা সম্ভব নয় এমন আহতদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট হাসপাতালসমূহকে বলা হয়েছে। এ ধরনের আহতদের শনাক্ত করা গেলে প্রয়োজনে তাদেরকেও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। বৈষম্যবিরোধী আন্দোলনে আহত মো. আব্দুর রশিদ (ভজনপুর, পঞ্চগড়) নামক আরেক দিনমজুরকে চিকিৎসা সহায়তা বাবদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কল্যাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়াও যেসব ব্যক্তি চোখে আঘাতপ্রাপ্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের অধিকতর উন্নত চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা শিগগিরই বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি টিম নিয়ে বাংলাদেশে আসবে। আরটিভি/এফএ/এআর  
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৭

এইচএসসি পাসেই স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে নিয়োগ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ‘অফিস সহায়ক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন ডাকযোগে। যা যা প্রয়োজন— প্রতিষ্ঠানের নাম: স্বাস্থ্য অধিদপ্তর বিভাগের নাম: ন্যাশনাল ম্যালেরিয়া এলিমিনেশন অ্যান্ড এটিডি কন্ট্রোল প্রোগ্রাম পদের বিবরণ: চাকরির ধরন: অস্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস কর্মস্থল: ন্যাশনাল ম্যালেরিয়া এলিমিনেশন অ্যান্ড এটিডি কন্ট্রোল প্রোগ্রাম অফিস, ডিজিএইচএস, মহাখালী, ঢাকা-১২১২। বয়স: ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর আবেদনের ঠিকানা: ডিরেক্টর, ডিসিস কন্ট্রোল অ্যান্ড লাইন ডিরেক্টর, কমিউনিকেবল ডিসিস কন্ট্রোল (সিডিসি), ন্যাশনাল ম্যালেরিয়া এলিমিনেশন অ্যান্ড এটিডি কন্ট্রোল প্রোগ্রাম, স্বাস্থ্য ভবন (১৩তম ফ্লোর), ডিজিএইচএস, মহাখালী, ঢাকা। আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত।
১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫

সরকারি ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
দেশের সরকারি পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নতুন অধ্যক্ষদের মধ্যে মানিকগঞ্জ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেনকে মানিকগঞ্জ মেডিকেলের অধ্যক্ষ পদে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলমকে সোহরাওয়ার্দী মেডিকেলের অধ্যক্ষ পদে, নেত্রকোনা মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. রুহুল কুদ্দুসকে পাবনা মেডিকেলের অধ্যক্ষ পদে, হবিগঞ্জ মেডিকেল কলেজের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. মোস্তাক আহম্মদ ভূঁইয়াকে সুনামগঞ্জ মেডিকেলের অধ্যক্ষ পদে ও নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. উজিরে আজম খানকে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেলের অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বদলি বা পদায়ন করা কর্মকর্তারা ১৭ সেপ্টেম্বরের মধ্য বদলি বা পদায়ন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১৮ সেপ্টেম্বরে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। আরটিভি/ এফএ
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৪

ড্যাবের প্রতিবাদের মুখে স্বাস্থ্য সংস্কার কমিটির সভাপতির পদত্যাগ
স্বাস্থ্য খাতে সংস্কারবিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন অধ্যাপক এম এ ফয়েজ।  শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এম এ ফয়েজ নিজেই। শুক্রবার সন্ধ্যায় এম এ ফয়েজ বলেন, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। তার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। দেশের স্বাস্থ্যব্যবস্থার বিষয়ভিত্তিক প্রয়োজনীয় সংস্কার, চিকিৎসাসেবার গুণগত মান উন্নয়ন ও স্বাস্থ্যব্যবস্থার কাঠামো শক্তিশালী করতে গত ৩ সেপ্টেম্বর বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্যানেল গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ১১ সদস্যের এই প্যানেলের সভাপতি করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এম এ ফয়েজকে। কমিটি গঠনের পর থেকেই নানা সমালোচনা শুরু হয়। কমিটিতে শুধু বিশেষজ্ঞ চিকিৎসকদের রাখা হয়েছে। কমিটিতে কোনো জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, পুষ্টি বিশেষজ্ঞ, জনসংখ্যা বিশেষজ্ঞ রাখা হয়নি। বিএনপি–সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েন অব বাংলাদেশ (ড্যাব) সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই কমিটিকে প্রত্যাখ্যান করেছে। আরটিভি/ এমএ  
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০

স্বাস্থ্যের নতুন ডিজি অধ্যাপক নাজমুল
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  এতে বলা হয়, অধ্যাপক ডা. নাজমুল হোসেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পুনারাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদ থেকে অধ্যাপক ডা. রোবেদ আমিনকে সরিয়ে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তার স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে। এর আগে, অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে সরিয়ে ১৯ আগস্ট রোবেদ আমিনকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) করে মন্ত্রণালয়। তবে বিএনপি–সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ সিদ্ধান্তের বিরোধীতা করে। আরটিভি/একে
১২ সেপ্টেম্বর ২০২৪, ২০:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়